ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাত গ্রেফতার –দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরে অভিনব কায়দায় ডাকাতির সাথে জড়িত ডাকাত সর্দারসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ৮টায় ফরিদপুর র্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে র্যাব -৮(রবিশাল) এর অধিনায়ক লে: কর্ণেল মাহমুদুল হাসান জানান, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে চেতনানাশক ঔষধ মিশিয়ে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোড় সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার কানাইনপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এক নারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শার্টার গান, দুটি কার্তুজ, ১১টি মোবাইল সেট, ৪ আনা ও ১২ আনা ওজনের স্বর্ণালংকার, ১টি রুপার চেইন, গ্রান্ডিং মেশিন, চাকু, হাতুরি, রামদা ও নগদ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকাপ ও মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন রিপন ফকির (৩৩), নিশাদ মোল্লা (৪০), শহিদুল মোল্লা (৩১), হাদি ইকবাল (৩৪), বেলায়েত হোসেন (৩৫), ও সেলিনা আক্তার (৩৩)। আটকদের বাড়ি ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
এছাড়া আটক প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২ থেকে ৮টি করে মামলা রয়েছে বলেও জানান এই কমকর্তা। উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনে ও ডাকাতি মামলা প্রক্রিয়াধীন। এসময় সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর সদর প্রতিনিধি: মোহাম্মদ আব্দুন নুর রানা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে