শেরপুর পুলিশ লাইনে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘অবিনশ্বর পিতা এর উদ্বোধন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশ লাইন্স শেরপুরে বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ জুলাই বৃহস্পতিবার শেরপুর পুলিশ লাইন্স প্রধান ফটকের অভ্যন্তর সম্মুখে নির্মিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।
শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত বঙ্গবন্ধু’র ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ একপাশে শোভা পাচ্ছে জাতির পিতার ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে সেই কালজয়ী ভাষণের দুর্লভ আলোকচিত্র।
অপরদিকে স্বগৌরবে শোভা পাচ্ছে বাংলার ইতিহাসের এক অবিস্মরণীয় দিন পাকিস্তানের কারাগারে ২৯০ দিন থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দুর্লভ আলোকচিত্র।
স্বাধীন বাংলাদেশে প্রথম পুলিশ সপ্তাহে ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে জাতির পিতা বলেছিলেন- ‘তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা’।
১৯৭৫-এ পুলিশ সপ্তাহে বঙ্গবন্ধুর ভাষণে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ আজ, সামাজিক শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ পুলিশ লাইন শেরপুরে স্থাপনের মাধ্যমে জেলার প্রতিটি পুলিশ সদস্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে অনুপ্রেরণা যোগাবে।
উদ্বোধনকালে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসডি সোহেল
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে