আস্বাস পর্যন্তই সীমাবদ্ধ পন্ডিতের খালে পচা ময়লা পানি নিষ্কাশন
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজারের কোল ছুঁয়ে বয়ে চলা পন্ডিতের খালের পঁচা ময়লা পানি নিস্কাসনের আস্বাস দেন ভোলা সওজ প্রকৌশলী রাসেল ।
গত ১৪ জুলাই দুই দিনের মধ্যে পঁচা পানি অপসারন করা হবে বলে আস্বাস দেন তিনি । তবে আস্বাস পর্যন্তই সীমাবদ্ধ পন্ডিতের খালের পঁচা ময়লা পানি নিস্কাসন ব্যাবস্থা ।
আস্বাসের পর সপ্তাহ অতিবাহিত হলেও পঁচা ময়লা পানি নিস্কাসনের ব্যাবস্থা করতে ব্যার্থ এই কর্মকর্তা। এদিকে পঁচা পানির গন্ধ ছড়িয়ে রোগ বালাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।
প্রসঙ্গতঃ জংশন বাজারের কোল গেঁশে বয়ে চলা পন্ডিতের খালে ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারীসহ যানবাহন চালকসহ এলাকার বাসিন্দারা ।
“পন্ডিতের খালের পঁচা ময়লা পানির গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী” শিরোনামে স্থানীয় দৈনিক এবং জাতীয় নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পরেও ব্যাবস্থা নেন নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে সরু পাইপ লাইনের ব্যাবস্থা করা হলেও তা দিয়ে ময়লা পানি নিস্কাসন হচ্ছেনা। পন্ডিতের খালের উপর সম্প্রতি সওজ ভোলার তত্ত্বাবধানে একটি ব্রিজ নির্মানের জন্য বাঁধ দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ময়লা পানির দুর্গন্ধ বাতাসে মিশছে এবং ক্রমেই বাড়ছে দুর্গন্ধের মাত্রা।
এবিষয়ে ভোলা সওজ প্রকৌশলী মোঃ রাসেল দ্বিতীয় ধফায় আরেকবার পানি নিস্কাসনের আস্বাস দিয়ে বলেন আমরা অতিদ্রুত পঁচা পানি নিস্কাসনের ব্যাবস্থা করবো ।
ভোলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে