ভোলায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে –দৈনিক ভোরের বার্তা
ভোলা সদর উপজেলার ভোলা – বরিশাল আঞ্চলিক সড়কের বেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন বাইলা খালি ব্রিজের কাছের একটি খাদে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি । আজ ১৮ জুলাই মঙ্গলবার বিকেল ৬ টার দিকে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাইলাখালি ব্রিজ সংলগ্ন সড়কের পাশের খাদে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকটির সহকারী রিয়াজ সূত্রে জানা যায় , তারা পল্লী বিদ্যুতের ক্যারেন নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা করে ঘটনা স্থলে পৌছলে তাদের সামনে থাকা জ্বালানী তেলের লড়ি তাদের সাইড দিতে গিয়ে চাপিয়ে দিলে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে ।
প্রত্যক্ষ্যদর্শী স্থানীয়রা বলেন ট্রাক চালক পাল্লা দিয়ে তেলের লড়িকে পিছনে ফেলার চেষ্টা করে গাড়িটি খাদে ফেলে দেয় ।
এ সময় চালক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ট্রাকটিকে কিন্তু ট্রাকটি খাদে পড়ে যায়। ঘটনার পরে সহকারী রিয়াজ কে রেখে চালক আল আমিন পালিয়ে যায়।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোস্তফা বলেন এ দুর্ঘটনার বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই । তথ্য মতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ শফিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে