আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি ঘোষনা
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নাহিদুল ইসলাম রাজুকে সভাপতি ও আশরাফুল আলম সবুজকে সাধারণ সম্পাদক পদে আংশিক কমিটি ঘোষণা দিয়ে স্বাক্ষরিত অনুমোদন দিয়েছে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি।
উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো. ইমরান মোল্লা, যুগ্ম আহবায়ক মো. ইখলাস ফকির ও মো. ইসমাইল হোসেন আংশিক কমিটি অনুমোদন দেন। আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন।
একই ইউনিয়নের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এম এনামুল হক মনি মৃধার সুযোগ্য পুত্র নাহিদুল ইসলাম রাজু মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত হন।
দৈনিক বাঙালি সময়কে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি সম্মান রেখে ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করে জন্মলগ্ন থেকে আমি ও আমার পরিবার আওয়ামীলীগের সাথে জড়িত রয়েছি।আরো বলেন, আমাদের উপর অর্জিত দায়িত্ব যেন আগামীতে সঠিকভাবে পালন করতে পারি।
আরিফুজ্জামান চাকলাদার –আলফাডাঙ্গা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে