পন্ডিতের খালে পচা পানির গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
উত্তর ভোলার প্রাণ কেন্দ্র জংশন বাজারের কোল গেঁশে বয়ে চলা পন্ডিতের খালে ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারীসহ যানবাহন চালকসহ এলাকার বাসিন্দারা । গন্ধ ছড়াচ্ছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রেও।
পন্ডিতের খালের উপর সম্প্রতি সওজ ভোলার তত্ত্বাবধানে একটি ব্রিজ নির্মানের জন্য বাঁধ দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ময়লা পানির দুর্গন্ধ বাতাসে মিশছে এবং ক্রমেই বাড়ছে দুর্গন্ধের মাত্রা।
আজ শুক্রবার (১৪ জুলাই ) সরেজমিনে বিভিন্নজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জংশন বাজারের একাধিক ব্যাবসায়ী ও ঘর মালিকদের অন্যতম ব্যাক্তি ইকবাল হোসেন রাজু জানায় জংশন বাজার একটি বড় বাজার।
এখানে পুলিশ তদন্ত কেন্দ্রের পাশেই পন্ডিতের খাল, খালের কুলে আরো একটি বাজার রয়েছে এটি একটি জনবহুল এলাকা। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করে এই খালের উপর দিয়ে। এখানে বিভিন্ন দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
পাশেই রয়েছে ইলিশা ইসলামিয়া মডেল কলেজ, মসজিদ, স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান। জনগুরুত্বপূর্ণ এ স্থানটিতে সম্প্রতি বৃষ্টির পানি আশপাশের বাসা ও হোটেলের ময়লা পানি জমা হচ্ছে। এতে পন্ডিতের খালে সৃষ্টি হচ্ছে ময়লা পানির জলাবদ্ধতা।
পন্ডিতের হাটের বিভিন্ন দোকান মালিকরা জানান, আগে এসব পানি খালে নিস্কাসন হয়ে মেঘনায় যেত। এখন পানি যাওয়ার রাস্তা বন্ধ হওয়ায় আশপাশের বাড়িঘরের পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানির দুর্গন্ধে দোকানে থাকতে পারছেন না তারা।
পথচারী ও যানবাহন চালকরা নাকে হাত চেপে চলাচল করছেন। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও মসজিদের মুসল্লি এবং ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য ও ইলিশা মডেল কলেজের ছাত্র ছাত্রীরা।
জলা বদ্ধতার বিষয়ে সড়ক ও জনপদ ভোলা উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ রাসেল বলেন আমি ঠিকাদারের সাথে কথা বলেছি আগামী দুই দিনের মধ্যে পানি নিস্কাসনের ব্যাবস্থা করা হবে ।
ভোলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.