শুভাকাঙ্খীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত ভারপ্রাপ্ত মুহতামিম
কানাইপুর জামিয়া আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানা‘র ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মাহবুবুল কবীর যোগদান করায় শুভাকাঙ্খীগণ ও বন্ধু–বান্ধবের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
তিনি ২০১০ইং সালে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটিকানাইপুর গ্রামে অবস্থিত মাওলানা কবীর আহমেদ দাঃ বাঃ প্রতিষ্ঠিত জামিয়া আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। মজলিসে সুরার সম্মানিত সদস্যগন এবং অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দের উপস্থিতি বৈঠকে আলোচনা সাপেক্ষে এবং সকলের মতামতের ভিত্তিতে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা কবীর আহমেদ সাহেব আমরণ মুহতামিম এবং মাদ্রাসার সার্বিক বিষয়ে পরিচালনায় গতিশীলতা বাড়াতে মাওলানা মাহবুবুল কবীর ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে নিরলসভাবে কাজ করবেন।
এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীরা। এরই ধারাবাহিকতায় ২৪ জুন ২০২৩ইং শনিবার সকাল ১১টায় কানাইপুরের পুরদিয়া গ্রামে অবস্থিত সাজিদ-সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনে তাকে সংবর্ধনা জানান অত্র প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোঃ জসিম খান সহ বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীগণ।
এ সময় মাওলানা মাহবুবুল কবির সকলের উদ্দেশ্যে তার কর্মজীবনের সাফল্য কামনা করে দোয়া প্রার্থণা করেন। তিনি অভিব্যক্ত প্রকাশ করে বলেন, প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন।
তিনি আরো বলেন, সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফরিদপুরের একটি অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান। যেখানে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের উন্মুক্ত দুয়ার। এই প্রতিষ্ঠান থেকে আমাকে ফুলের শুভেচ্ছা বিনিময় করায় আমি মুগ্ধ হয়েছি। আমি এই প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
অসংখ্য শুকরিয়া-আলহামদুলিল্লাহ্! আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা ও সাজিদ সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তাগন আমার নির্দিষ্ট কর্মজীবনের প্রশংসা করেছেন এবং প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করছেন।
এই কর্মসংস্থলকে উদ্দেশ্য করে আমার প্রিয় মানুষ ফকির মোঃ বেলায়েত হোসেন ভাইয়ের স্নেহময় ভালোবাসায় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সংবর্ধিত হয়েছি। এরপরে ধারাবাহিক ভাবে মাদ্রাসা ও অফিসের সহকর্মী, বন্ধু-বান্ধব সহ শুভাকাঙ্ক্ষীদের থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেলাম।
আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও নির্দিষ্ট পদমর্যাদা না থাকায় দৈনন্দিনের সময় সীমা তেমন কোন গুরুত্ব ছিলোনা তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি স্ব-শ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ “মাওলানা মাহবুবুল কবির” সবার কাছে দোয়া চাই।
আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি ভালো কর্মের মাধ্যমে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় জামিয়া আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানাকে একটা দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি।
সাজিদ-সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সমাজকল্যাণ অফিসার ও আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বাংলা) এনামুল হাসান (মাসুম) বলেন, “আলহামদুলিল্লাহ্” আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রবীন আলেম আলহাজ্ব মাওলানা কবির আহমেদ দাঃ বাঃ (বড় হুজুর) বার্ধক্য জনিত কারনে শারিরিকভাবে অসুস্থ থাকায় হুজুরের কনিষ্ঠ পুত্র মাওলানা মাহবুবুল কবির ঐতিহ্যবাহী “কানাইপুর জামিয়া আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানা”র ভারপ্রাপ্ত মুহতামিম নিযুক্ত হয়েছেন।
কানাইপুরে কওমী অঙ্গনের আলেমদের মধ্যে দক্ষ, মেধাবী, আমলী, সহজ-সরল মিশুক জীবন যাপন, উম্মাহ দরদী, কওমী ছাত্রদের দক্ষতা বৃদ্ধি, বাস্তববাদী ও আধুনিক চিন্তার পুরোধা হিসেবে যে কয়েকজন আছেন তাদের অন্যতম হলেন আমার বন্ধুবর প্রিয় বন্ধুবর মাওলানা মাহবুবুল কবির, তিনি নবনিযুক্ত ভারপ্রাপ্ত মুহতামিম হওয়ায় আমার ও আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা’র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ভবিষ্যতে যেন আমার প্রিয় বন্ধুবর মাওলানা মাহবুবুল কবির মাদ্রাসার সকল দায়িত্বের হক আদায় ও প্রতিটি কাজ সুচারুরূপে করতে পারেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো তাকে জীবনের শেষ নিঃশাস পর্যন্ত এহতেমাম ও তাদরীসের কাজে লাগিয়ে রাখেন সে জন্য সকলের নিকটে দোয়া চাই।
এ সময় জহুরা আনসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান, সাজিদ-সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সমাজকল্যাণ অফিসার ও আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বাংলা) এনামুল হাসান (মাসুম), সহকারী শিক্ষক আরবি মাওলানা আমির হোসেন সহ বেশ কিছু বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মিষ্টিমুখের ব্যবস্থা, বন্ধুদের পক্ষ থেকে সকলের স্মৃতি ধারণ করে রাখতে ইসলামি বই হাতে তুলে দেওয়া হয়।
কানাইপুর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.