শ্রীনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বসত ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের হাতার পাড়া গ্রামের মৃত আঃ হক খলিফার ছেলে আঃ রহমানের কাছে বসত ঘর নির্মাণের জন্য সন্রাসীরা ৫ লাখ টাকা দাবি করলে বাড়ির মালিক আঃ রহমান না দেওয়ায় বসত ঘর ভেঙ্গে দিলেন সন্রাসীরা ।
১৭ জুন শনিবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। ২০ জুন সরেজমিনে গেলে আঃ রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি হাতার পাড়া মৌজার আর,এস ৫২৬নং খতিয়ানের দাগনং আর,এস ৬৪১ দাগের গত ২৬ জুন ২০২২ ইংতারিখে শ্রীনগর সাবরেজিস্টার অফিসের ১১৪০৯ নং দলিল মূলে ৭.৭৫ শতাংশ খরিদ করে মাটি ভরাট করে দোচালা ঘর উওোলন করি। চারদিকে টিনের বেড়ার ঘর নির্মাণ করি।
মাটি ভরাটের শুরু থেকে সন্রাসীরা আমার নিকট চাঁদা দাবি করে আসছিল। আমি ৫ লাখ টাকা চাঁদা না দেওয়াতে সন্রাসীরা আমার ঘর ভেঙ্গে দেয় ও হমকী প্রদান করে ও মারধর করে।
১৮ জুন রবিবার আঃ রহমান বাদী হয়ে মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে( দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪(১)/৫ ধারা একটি মামলা করেন।
আসামীরা হলেন, ১।শাহাদাত হোসেন( ৩৫)২।সোহাগ বেপারী( ৫০)৩।আরিফ বেপারী (৪৫),সর্ব পিতামৃত -নান্নু বেপারী, ৪।বিধান বেপারী (২১),পিতা-সোহাগ বেপারী, ৫।বাদল বেপারী( ৫৫),পিতামৃত সিকিম আলী বেপারী, ৬।হিমু বেপারী( ৪৮),পিতামৃত – সিকিম আলী বেপারী, ৭।আলম বেপারী( ৩২),পিতা মৃত মস্তফা বেপারী, ৮।নান্নু বেপারী (৬০),পিতা মৃত- সিকিম আলী বেপারী সর্ব সাং – হাতার পাড়া, থানা – শ্রীনগর, জেলা – মুন্সীগঞ্জ।
এবারে শ্রীনগর থানার এ, এস,আই এরশাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গা সম্পওির ব্যাপার কোটে নিষেধাজ্ঞা আছে যখন উভয় পক্ষই কোর্টে গিয়ে শেষ করেন।
তারিকুল ইসলাম-
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে