কচুরিপানা আর আবর্জনা ঢাকা পড়েছে কুমার নদ- শুরু পরিষ্কার কর্মসূচি
পদ্মা নদীর একটি শাখা কুমার নদ। ফরিদপুর শহরের টেপাখোলা মদনখালী থেকে উৎপত্তি হয়ে শহরের মধ্য দিয়ে এই নদ বয়ে গেছে। তবে গোটা নদের বুক কচুরিপানায় ঢাকা পড়ার কারণে এর পানি এখন আর ব্যবহার করা যায় না।
এ ছাড়াও দখল আর দূষণেও ভুগছে এই নদ। স্থানীয়রা বলছেন, শহরের বিভিন্ন ধরনের বর্জ্য এসে প্রতিনিয়ত পড়ছে কুমার নদে। ফলে এ নদ এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
শহরের বুকে দুই পাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণ করতে না পারায় কুমার নদ পুনর্খনন করা যায়নি।সরেজমিন দেখা যায়, কুমার নদের বুকে ভেসে বেড়াচ্ছে কচুরিপানা আর নানা জঞ্জাল। শহরের সব ড্রেন এসে মিশেছে নদে। ফলে পানি দূষিত ও বিষাক্ত হয়ে গেছে।
নদে গোসল ও কাপড় কাচার কাজে আসা লোকজন জানান, নিতান্ত বাধ্য হয়ে তাঁরা এ পানি ব্যবহার করেন। এই পানিতে গোসল করলে শরীরে খুজলি পাঁচড়া ও নানাবিধ চর্মরোগ হয়।
ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মনিরুল ইসলাম বলেন, কুমার নদে বর্জ্য না ফেলতে আমরা এর পাড়ে সাইনবোর্ড টানিয়ে সবাইকে সতর্ক করেছি। কিন্তু কেউ তা মানছে না। শহরের ড্রেনের মুখগুলোর বিকল্প পথ খুঁজে বের করার বিষয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। নদে পানিদূষণের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এদিকে গত ১ জুন কুমার নদসহ ফরিদপুরের সব নদীনালার কচুরিপানা পরিষ্কারের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ১৭ জুন থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে কুমার নদে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা পরিষ্কার অভিযান শুরু হবে। নদ সম্পূর্ণরূপে পরিষ্কার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
তাহারির ধারাবাহিকতায় আজ, সেই কর্মসূচি উপলক্ষ্যে ১৭-০৬-২০২৩ ইং রোজ শনিবার, সকাল ০৭ টার সময় এই কর্মসূচির শুরু করা হয়, এই সময়ে সেখানে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার,জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন।
এসিল্যান্ড জনাব , জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি, জনাব,তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান) , ২৭ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আব্দুর রাজ্জাক, ২৫ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব সৈয়দ আলাওল হোসেন তনু।
এবং ২৬ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আব্দুল হক, ২১ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোবারক খলিফা, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব, মোহাম্মদ আতিয়ার হোসেন এবং ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাব চামেলী আক্তার এবং স্থানীয় এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই সময়ে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আব্দুন নুর রানা –ফরিদপুর সদর প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে