সালথায় উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ–১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সালথার আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৩ জুন) বিকালে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৯জুন শুরু হওয়া খেলায় উপজেলার ৮টি ইউনিয়ন অংশগ্রহন করে। ফাইনালে মাঝারদিয়া ইউনিয়ন কে ৩-১ গোলে পরাজিত করে রামকান্তপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া।
ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, যুবলীগ নেতা বাদল হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.