সালথায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরে সালথা উপজেলায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ জুন) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার (১১ জুন) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের একটি রাস্তার উপর থেকে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটকরা হলেন- জেলার সালথা উপজেলার জয়ঝাপ গাংপাড় নামক এলাকার মৃত সাদুল্লাহ শেখের ছেলে মো. আতিক শেখ (৫০) ও একই গ্রামের সাহেদ কাজীর ছেলে কাইয়ুম কাজী (১৯)।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে