ভাঙ্গায় উপ-নির্বাচনে ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা-দৈনিক ভোরের বার্তা


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাধুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকতে বাঁধা দেন প্রিজাইডিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে এবং ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানায়। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে শুরু হয় এবং ৪ টায় শেষ হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হামেরদী ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা মেম্বারের মৃত্যুর পর এই আসনটি শুন্য হয়। ইউনিয়নটির মুনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামেরদী ইউনিয়ন পরিষদ ও মাধুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপ-নির্বাচনের এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন, ছাহেরা বেগম (মাইক), নাজমা বেগম (তালগাছ) ও বাবলী ইসলাম (হেলিকপ্টার মার্কা) মার্কায় প্রতিবন্ধীতা করেন।
নির্বাচনে তথ্য সংগ্রহ করতে কেন্দ্রে ঢুকতে চাইলে দৈনিক যুগান্তর প্রতিনিধি ও ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান এবং গ্লোবাল টিভির সাংবাদিক মামুনুর রশিদকে বাধাঁ দেন প্রিজাইডিং কর্মকর্তা। পরে তথ্য সংগ্রহ না করে চলে আসেন তারা।
এবিষয় ভাঙ্গা রিটার্নিং কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন জানায়, দুই সাংবাদিককে কেন্দ্রে প্রবেশ করতে আমি অনুমতি দিয়েছি। তারপরও তাদের সাথে প্রিজাইডিং কর্মকর্তা তরিকুল ইসলাম যে খারাপ আচরণ করেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.