হাফেজ আলম হোসেন ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত


ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর আয়োজনে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন ও সনদ বিতরণ অনুষ্টান-২০২৩ খ্রি. এ হাফেজ মাওলানা মো. আলম হোসেন জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।
বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর শেখ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. কামাল হোসেন, মাস্টার ট্রেইনার, ফিল্ড সুপার ভাইজারগণ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা- কর্মচারীগণ, বিভিন্ন মসজিদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণ প্রমুখ।
অনুষ্ঠানটিতে সঞ্চলনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের এলডিএ মো. ইউনুস মন্ডল।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করতে জেলার নয়টি উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা হয়, উপজেলায় যারা নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে জেলা পর্যায়ে অংশ গ্রহণ করেন সেসব ইমামগণ। পরে এদের মধ্যে থেকে লিখিত পরীক্ষা ও সাক্ষাতের মাধ্যমে ৩জন শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়। পরবর্তীতে সেই সকল ইমামগণ বিভাগীয় পর্যায় অংশগ্রহণ করার সুযোগ পায়।
এদিকে মো. আলম হোসেন ২০২৩ সালের জেলা শ্রেষ্ট ইমাম নির্বাচিত হওয়ায় বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি এবং বাদাশিকস ফরিদপুর জেলা শাখার পক্ষে সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
আলম হোসেন কোড়কদী ইউনিয়নের উজানদিয়া পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও বন্দর শংকরপুর শামসুদ্দিন খান দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার হেড ইনচার্জ।
এদিকে মো. আলম হোসেন ২০২৩ সালের ফরিদপুর জেলা শ্রেষ্ট ইমাম নির্বাচিত হওয়ায় “বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি” এবং “বাদাশিকস ফরিদপুর জেলা শাখা”র পক্ষে সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন (এমএসএস) এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি >
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.