ভাঙ্গায় আয়েশা ডায়াগনস্টিক সেন্টারে স্বল্প মূল্যে সু-চিকিৎসা


ফরিদপুরের ভাঙ্গায় ভাঙ্গা বাজারে অবস্থিত আয়েশা ডায়াগনস্টিক সেন্টারে স্বল্প মূল্যে সু-চিকিৎসা এবং বিশ্বমানের সেবা দিচ্ছে।
রোগীদের সঙ্গে আলাপচারিতায় আব্দুল কুদ্দুস নামে এক রোগী বলেন, “এখানে চিকিৎসা খরচ কম, সেবার মান ভাল, নিয়মিত ডাক্তারের চেকআপ চলে । বড় বড় নামকরা হাসপাতালের মত সুযোগ-সুবিধা, উন্নত মানের মেশিন- যন্ত্রাংশ দিয়ে সকল টেস্ট করা হয় ”
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আগত আরো এক রোগী বলেন, “আমি ভারত সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্ত তেমন কোনো ফল পায়নি।
বর্তমানে আয়েশা ডায়াগনস্টিক সেন্টারে এসে (এফসিপিএস করা) ডাক্তার মাসুম এর তত্বাবধায়নে চিকিৎসা নিয়ে আলহামুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আয়েশা ডায়াগনস্টিক সেন্টার এর উন্নতি এবং ডাক্তার মাসুম এর দীর্ঘ নেক হায়াত কামনা করছি”।
“আয়েশা ডায়াগনস্টিক সেন্টার” এর পরিচালক মো. এমদাদুল হক সোহেল জানান, আমাদের আয়েশা ডায়াগনষ্টিক সেন্টারে স্বল্পমূল্যে সকল টেষ্ট করা হয়। যে সকল সেবা আপনারা আমাদের এখানে পাবেন :-
বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, আলট্রাসনোগ্রাম, ডিজিটাল এক্স-রে, ইসিজি, কম্পিউটারাইজড প্যাথলজী ল্যাব, ক্লিনিক্যাল প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, হরমোন পরীক্ষা, বিদেশগামীদের মেডিকেল চেক-আপ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, গরীব-অসহায় এবং হিফজুল কুরআন শিক্ষার্থীদের জন্য রয়েছ বিশেষ ছাড়।
মো: সাখাওয়াত হোসেন, ভাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.