ফরিদপুরের সালথায় শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও ট্যাব বিতরন করলেন এমপি লাবু চৌধুরী
ফরিদপুরের সালথা উপজেলায় পিইডিবি-৪ প্রকল্পের আওতায় ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীদের মাঝে ৫৬ টি ল্যাপটপ ও ট্যাব বিতরণ করা হয়।
বাংলাদেশ পরিশংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ২৪টি মাধ্যমিক ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি দাখিল মাদ্রাসা ও একটি টেকনিক্যাল স্কুলের ২০৭ জন শিক্ষার্থীদের মাঝে ২০৭টি ট্যাব বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু।
উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে জেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে এই ল্যাপটপ ও ট্যাপ বিতরণ করা হয়। সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় আরও উপস্থিত উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, এমপি লাবু চৌধুরীর ব্যক্তিগত সহকারী বেনজির আহমেদ রায়হান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান।
ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী, উপজেলা পরিসংখ্যান অফিসার মুহাম্মদ রুহুল আমীন, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমূখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তেব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু প্রাথমিক ও শিক্ষাক্ষেত্রে বরতমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলেন ধরেন।
তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বিশ্বের সাথে চ্যলেঞ্জ করে নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছে। পদ্মাসেতু আজ আমাদের গর্বের জায়গা। বাংলাদেশ ও জনগণের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার পুনরায় ভোট দিন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, তোমরা সামনে আমাদের নেতৃত্বব দিবে, তোমাদের লেখাপড়ার কোন বিকল্প নাই।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.