ভোলায় ‘জ্বীনের বাদশা’ পরিচয় বহন করা দুই যুবক আটক
ভোলার বোরহানউদ্দিনে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারক কে আটক করেছেন পুলিশ।
আটককৃত ১। মোঃ সোহাগ (২৬), ২। মোঃ আব্বাস মহাজন(২০) নামে দুই যুবককে আটক করেছে ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলা গোয়েন্দা শাখা ভোলার একটি চৌকশ টিম।
জানাগেছে তমল চন্দ্র (২৬) নামে এক ভুক্তভোগী বাদি হয়ে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে এজাহার নামীয় ০৪ জন সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ২০,৪০,০০০ হাজার টাকা প্রতারনার অভিযোগে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেন।
রুজুকৃত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ মে রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলার এসআই মোঃ মোহাইমিনুল সহ একটি টিম ০১। মোঃ সোহাগ(২৬), পিতাঃ মোঃ সেকান্তর মাঝি সাং-সেরু মাঝি বাড়ি, ফুলকাচিয়া ০৫ নং ওয়ার্ড ।
এবং ০২।মোঃ আব্বাস মহাজন(২০), পিতাঃ মোঃ আবুল কালাম,সাং-ফলবান বাড়ী, কালিরহাট ০৬নং ওয়ার্ড।থানা-বোরহানউদ্দিন,জেলা-ভোলাকে বোরহানউদ্দিন থানাধীন ফুলকাচিয়া এবং কালিরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।
প্রাখমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার ।
আটক বিষয়ে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম ঢাকা প্রকাশকে জানিয়েছেন গ্রেফতারকৃত আসামিদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শফিক খাঁন, ভোলা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে