মধুখালীতে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-দৈনিক ভোরের বার্তা
সুস্থ ধারার সাংস্কৃতিই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার ”প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট মধুখালী উপজেলা শাখার আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচরা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে শনিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে পৌর সদরের পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠের মধুখালী শিশু একাডেমি চত্বরে আয়োজিত আলোচনায় বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সৃষ্টি ও কর্মময় জীবনের উপর আলোকপাত করা হয়।
এসময় বক্তব্য রাখেন হাজী আব্দুল মালেক শিকদার,সংগঠনের সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক,মোঃ ইকরাম হোসেন তপন,চিকুর রঞ্জন সাহা,মোঃ আলমগী হোসেন মিয়া ও শাহ মনিরুজ্জামানসহ প্রমুখ।
আলোচনা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন। শতশত নারী-পুরুষ গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।
হৃদয় শীল,মধুখালী প্রতিনিধিঃ– “
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে