শ্রীনগরে জোর করে বাড়ির রাস্তা দখলের অভিযোগ


মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও গ্রামের দক্ষিণ পাড়া মৃত তমিজউদদীন ছেলে মোতালেব এর বাড়ি রাস্তা জোড় করে দখলের অভিযোগ উঠেছে।
২৩ মে মঙ্গলবার সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত এই কার্যক্রম বলবৎ ছিল। মৃত তমিজউদদীন শেখের বড় ছেলে মোতালেব শেখ। সাংবাড়ৈগাঁও, পোঃ আটপাড়া, থানা,শ্রীনগর, মুন্সীগঞ্জ। বাদী হয়ে ২৩ মে সকাল সারে ৯ টায় শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
বিবাদীরা হলেন,অহিদ৷( ৫৮),শাহানুর(৪৫),আমানুল (৪২),অহিদ( ৬১) সর্ব পিতা ,মৃত ছমির উদদীন শেখ।সাং বাড়ৈগাঁও, পোঃআটপাড়া, থানা,শ্রীনগর, জেলাঃমুন্সীগঞ্জ।
এব্যাপারে স্হানীয় জনগন বলেন, এই রাস্তার সম্পৃর্ন জায়গা মোতাবেল শেখের জায়গায় পড়েছে মোতালেব শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তার জায়গা আরও ১০ দশ হাত পশ্চিম দিকে।
এব্যাপারে এস,আই আবিদ কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সরেজমিনে গিয়ে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলছি।
শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.