ফ্রান্সের বায়ুসেনা ঘাঁটিতে গোত্তা মেরে ভেঙে পড়ল যুদ্ধবিমান-নিউজ ডেক্স
মাদ্রিদ থেকে ৩০০ কিলোমিটার দূরে জারগোজা ঘাঁটিতে এফ/এ–১৮ হর্নেট বিমানটি ভেঙে পড়ে। স্পেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি প্রদর্শনীর জন্য মহড়া দিচ্ছিলেন পাইলট।
স্পেনের প্রতিরক্ষা মন্ত্রক টুইট করে জানিয়েছে, একটি এফ-১৮ হর্নেট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বায়ুসেনা ঘাঁটিতে ভেঙে পড়ে। তবে পাইলট সুরক্ষিত আছেন।
স্পেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি প্রদর্শনীর জন্য মহড়া দিচ্ছিলেন পাইলট। তখনই এই দুর্ঘটনা ঘটে। কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বায়ুসেনা।
কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, না কি পাইলটের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে বলে বায়ুসেনা সূত্রে খবর।
নিউজ ডেক্স
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.