আলফাডাঙ্গায় কাল বৈশাখী ঝড়ে গাছের মরা ডাল ভেঙ্গে পড়ে যুবকের মৃত্যু


ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড বাঁকাইল গ্রামে কাল বৈশাখী ঝড়ের সময় গাছের মরা মোটা ডাল ভেঙ্গে চাপা পরায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
একই গ্রামে সালাউদ্দিন বিশ্বাসের ছেলে আশরাফুজ্জামান (১২) সদর বাজারে চা বিক্রেতা।গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে বাড়ি থেকে ফেরার পথে পাগলের আশ্রম সংলগ্ন মসজিদের কাছে এলে কাল বৈশাখী ঝড়ের কবলে পরে,জামিলের গাছের মরা মোটা ডাল ভেঙ্গে তার উপর চাপা পরায় নির্মম ভাবে নিহত হয়েছে।
প্রথমে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে সাথে ফরিদপুর পাঠিয়ে দেয়। ফরিদপুর যাওয়ার পথে কানাইপুর নামক স্থানে গেলে তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য সালাউদ্দিনের বড় ছেলে কিছু দিন আগে ট্রাক দূর্ঘটনায় নিহত হয়। নিহতের পরিবারের প্রতি গভির শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.