সালথার সোনাপুর ইউনিয়নের ফুকরা মধ্যপাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত
![বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।](https://dainikbhorerbarta.com/wp-content/uploads/2023/04/6-3-660x400.jpg)
![](https://dainikbhorerbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা মধ্যপাড়া গোরস্থান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ২২ই এপ্রিল সোনাপুর ইউনিয়নের ফুকরা মধ্যপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮ ঘটিকায় বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
এ সময় ঈদের জামাতে শরিক হন বিভিন্ন এলাকা থেকে আগত ২ হাজার মুসল্লিগন। আরো উপস্থিত হন অত্র গ্রামের মুরব্বী ডাঃ কওছার আলী, আঃ কাদের মিয়া-শিক্ষক সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।
ও বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ সারোয়ার হোসেন, অত্র মহল্লার আলেমেদ্বীন মুফতি কামরুজ্জামান.মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মুরাদ হোসেন, ক্বারী আইয়ুব আলী, হাফেজ আক্কাস আলী, মাওঃ আজিজুল ইসলামসহ আন্নান্য আলেমগণ, সাংবাদিক মোশাররফ মাসুদ-বার্তা সম্পাদক দৈনিক ভোরের বার্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
নামাজের আগে বয়ান পেশ করে মাওঃ আবুল কালাম আজাদ , মাওলানা মুরাদ হোসেন, মুফতি কামরুজ্জামান, এবং আইন সৃঙ্খলা মেনে চলতে এ বিষয়ে কথা বলেন আঃ কাদের মিয়া-শিক্ষক সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।
ঈদের জামাত পরিচলনা করেন মাওলানা মুরাদ হোসেন , মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি কারুজ্জামান (বাচ্চু )। মুফতি সাহেব মোনাজাতে নিজে কাঁদলেন ও সেই সাতে কাঁদলেন ২ হাজার মুসল্লিগন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ-https://youtu.be/hm7rTeqiyhU
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.