ভোলায় তিন হাজার পরিবারের ঈদ- ঈদ মোবারক


আাজ ভোলায় ৩ হাজার পরিবারের পালন করছে পবিত্র ঈদুল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল করে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার।
একদিন আগে ঈদ উদ্যাপন করছেন তারা । আজ শুক্রবার সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়া গতকাল ২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঢাকা প্রকাশকে বলেন, ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার আজ শুক্রবার ঈদুল ফিতর উৎযাপন করছেন।
তাই সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে আমার নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমি নিজেই ওই জামাতে খুৎবা পাঠ করবো এবং ইমামতি করব।
একই সঙ্গে গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভোলা সদর উপজেলার ২নং পুর্ব ইলিশায় মোঃ অলিউল্লাহ মাষ্টার এর বাড়িতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আজ। এর মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পাটওয়ারি বাড়ির জামে মসজিদ সংলগ্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মজনু মিয়া আরও বলেন, ভোলা সদর উপজেলার ইলিশা অলিউল্লা মাষ্টার বাড়িসহ রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় তিন হাজার পরিবার প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।
একদিন আগে রোজা রাখা ও ঈদ উদযাপন করার বিষয়ে জেলার বিশিষ্ট আলেমে দ্বীন ঈমান আকিদা (আইম্মা) পরিষদের সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরি বলেন, এরা নিস্বন্দেহে ধর্মীয় ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি কারী। তারা সাধারণ মুসলমানদের মধ্যে ভিব্রান্ত সৃষ্টি করছেন। তারা মধ্য প্রাচের সাথে মিল করে রোজা ও ঈদ উদযাপন করলে তাদের সঙ্গে সাহরি খেয়েছে কিনা, তাদের সময়ে নামাজ আদায় করেছেন না কেন। নিশ্চয়ই তারা ধর্মীয় বিবেদ সৃষ্টি করছেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম বলেন সৌদি আরবের সাথে মিল রেখে রোজা বা ঈদ পালন করার শরিয়তের কোন আদেশ নেই। চাঁদ দেখে রোজা ও ঈদ উদযাপন করাই শরিয়তের বিধান। কারন সৌদি আরবের সাথে আমাদের দেশের সময়ের ব্যাবদান অনেক। বাংলাদেশের মুসলিম উম্মাদের ঈদ আগামী শনিবার উৎযাপিত হবে ইনশাআল্লাহ।
শফিক খাঁন, ভোলা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.