সালথায় মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের সালথায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত জানা যায় , ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। এই অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.সালাউদ্দীন আইয়ূবী।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস,উপজেলা সমাজসেবা অফিসার ফজলে রাব্বী নোমান,উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ফারুকজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে