কর্ণফুলী ৩ লঞ্চের স্টাফ দ্বারা সাধারণ যাত্রী হামলার শিকার


ভোলা– ঢাকা নৌ– রুটের লঞ্চ এম ভি কর্ণফুলী ৩ এর লঞ্চ কর্মী দ্বারা সাধারণ যাত্রী হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
আজ ১৫ই এপ্রিল ঢাকা টু ভোলা গামি যাত্রী বাহী লঞ্চ কর্ণফুলী ৩ ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে এসে ইলিশা ঘাটে পৌছলে যাত্রীদের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা নিশ্চিত করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা।
এদিকে রাত সাড়ে দশটার দিকে কর্ণফুলী ৩ লঞ্চটি ইলিশা ঘাটে পৌছলে লঞ্চের কর্মিদের হাতে বিভিন্ন যাত্রীরা লাঞ্ছিতও হামলার শিকার হওয়ার অভিযোগ উঠে ।
ঢাকা থেকে আশা যাত্রী আনোয়ার ও ফরিদ সহ একাধিক যাত্রীরা বলেন লঞ্চটি ঘাটে পৌছার নির্দিষ্ট সময়ের সাড়ে তিনঘন্টা অতিক্রম করে ঘাটে পৌছলে যাত্রীরা লঞ্চ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষ কথা বলাতে কর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। যদিও আমরা কটাক্ষ কথা বলিনি।
একাধিক যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে লঞ্চ কর্মিদের বিরুদ্ধে। হামলার বিষয়ে কর্ণফুলি ৩ লঞ্চ কর্তৃপক্ষের পরিচালক মোঃ লিটন জানান আমি হামলার বিষয়টি জানিনা তবে লঞ্চের যান্ত্রিক ত্রুটির বিষয় জানি ,আমি জেনে জানাতে পারবো।
কর্নফুলি ৩ লঞ্চের চালক আলতাফ হোসেন ঢাকা প্রকাশকে বলেন যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লঞ্চ প্রায় সাড়ে তি ঘন্টা পরে গন্তব্যে পৌছে। দেড়ি করে পৌছার কারনে যাত্রীরা অশালীন কথা বলার কারনে যাত্রী ও ঘাটে থাকা মালিক পক্ষের লোকদের সাথে হামলার ঘটনা ঘটেছে। আমাদের কর্মিদের সাথে হামলার ঘটনা ঘটেনি । যাত্রীদের মোবাইল রাখার ঘটনা ঘটেছে ঠিক তবে যাত্রী আহত হবার ঘটনা তিনি জানেন না বলে জানান।
এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বলেন যাত্রীদের উপর হামলার ঘটনায় জৈনেক মহিলা যাত্রী সহ আনোয়ার হোসেন, ও ফরিদ নামে তিন যাত্রী আহত হয়েছে। এবং তাদের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
শফিক খাঁন, ভোলা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.







