জাতীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি মহোদয়ের সাথে পুলিশ সুপার মহোদয় সৌজন্য সাক্ষাৎ


আজ ১৩ এপ্রিল ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা ও সাবেক কৃষিমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব বেগম মতিয়া চৌধুরী, এমপি মহোদয় তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নকলায় উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।
পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় সংসদ উপনেতা মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে মাননীয় সংসদ উপনেতা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বাংলা নববর্ষ ও ঈদ শুভেচ্ছা কার্ড প্রদান করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।
এসময় জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর মহোদয়-সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মাননীয় সংসদ উপনেতা মহোদয়ের সফরসঙ্গী হয়ে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা ও নকলা পৌরবাসীর মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার, শেরপুর মহোদয়।
এসডি সোহেল রানা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.