ভাঙ্গায় আয়াতুননেসা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ফরিদপুরের ভাঙ্গায় আয়াতুন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলার ঘারুয়া প্রফেসর এম এ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাকিব আল হাসান হায়দারের পিতা আঃ হালিম মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন।
মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এম. এ. ওয়াজেদ, ভাঙ্গা সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীম।
এবং , বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন(এম.এস.এস), ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা শামসুদ্দিন মাতুব্বর, ভাঙ্গা ইসলামিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা তানভীর আহমেদ আবদুল্লাহ।
সেসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক ও ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রফেসর এম. এ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিকরিয়া মাতুব্বর, ইউপি সদস্য আব্দুল মান্নান, চৌকিঘাটা কওমি মাদরাসার মুহতামিম মাওলানা বেলাল হোসাইন, নাজেমে তালিমাত মুফতি আরিফ বিল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, ঘারুয়া বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুস সালাম, মাওলানা আরিফ বিল্লাহ, চৌকিঘাটা কওমী মাদরাসার শিক্ষক মাওলানা মুরাদুল ইসলাম, মুফতি ইয়াসিন হাবিব মাহমুদী, খামিনানার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইমামুল হাসান।
ও, ডাঙ্গারপাড় মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমেদ, পূর্বসদরদী বেপারী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান, মাওলানা মোজাফফর হোসাইন, হাফেজ মোহাম্মদ হাসিবুর রহমান, মাওলানা আশরাফুল ইসলাম, ক্বারী মোহাম্মদ শওকত হোসাইন, সাংবাদিক সোহাগ মাতুব্বর, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক রিপন শেখ, বিভিন্ন মসজিদের ইমামগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি আব্দুল হালিম মাতুব্বর বলেন, আমার ছেলে আমেরিকা থাকে, সে সব সময়ই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে। সে যেনো গরিব অসহায় মানুষের খেদমত করতে পারে। তিনি তার ছেলের জন্য সকলে নিকট দোয়া প্রার্থনা করেন।
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাকিব হাসান হায়দার আমেরিকা থেকে মুঠো ফোনে সাংবাদিক দের জানান, আয়াতুন নেসা ফাউন্ডেশন একটি আর্থসামাজিক সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো সমাজের অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের দ্বীনি শিক্ষার মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তোলা ।
এছাড়াও ফ্রী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজ কে স্বাবলম্বী করে সমাজের বেকারত্ব দূর করা। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আমাদের নিজেস্ব অর্থায়নে প্রচালিত হবে। কাজেই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সম্পূর্ণ রুপে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকবে, ইনশা আল্লাহ।
বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, হাদিস অনুযায়ী সর্ব উত্তম ঐব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। এই প্রতিষ্টানটি পবিত্র কুরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে। ভাঙ্গা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে ফ্রী কুরআন শিক্ষা কোর্স চালু করেছে আয়াতুন নেসা ফাউন্ডেশন।
সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ এবং সহি শুদ্ধভাবে পবিত্র কুরআন শিক্ষা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আয়াতুন নেসা ফাউন্ডেশনের মহতী এ উদ্যোগকে আল্লাহ কবুল করুক।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, আয়াতুন নেসা ফাউন্ডেশনের পরিচালক মুফতি মোস্তফা কামাল।
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.