ফরিদপুরে শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন- এ.কে. আজাদ
পবিত্র এই রমজান মাসে ফরিদপুরের সদর উপজেলার সকল ইউনিয়নে ‘ দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার বিতরন শুরু হয়েছে।
স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের সৌজন্যে সপ্তাহব্যাপী এই উপহার বিতরন করছেন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামীলীগের উপিদেষ্টা এ.কে আজাদ।
১২টি ইউনিয়নের দশ হাজার দরিদ্র মানুষের হাতে পৌছে দেয়া হচ্ছে চাল,ডাল, সেমাই, তেল ও চিনির একটি প্যাকেট।
ওই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বড় দলে ঝাই ঝামেলা থাকবে। এ নিয়ে তর্কে না জড়ানোই ভালো। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তিনিই আমাদের প্রার্থী।
ফরিদপুরে পবিত্র রমজান উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে এ কথাগুলি বলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
আজ শনিবার বিকেলে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফকির মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুর রহমান বলেন, দলীয় মনোনয়ন অনেকেই চাইতে পারেন। তবে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যাকে মনোনয়ন দেবেন আমরা তাকে নিয়েই কাজ করবো। তাই তর্কে জড়িয়ে জিততে যাইয়েন না। যার যার যে যে কাজ করে যান।
আব্দুর রহমান বলেন, এ বিতরণ অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন তাদের ধন্যবাদ। যারা আসেননি তাদেরও ধন্যবাদ। যারা আজ আসেন নি তারা আগামিতে আসবেন বলে প্রত্যাশা করেন তিনি।
আব্দুর রহমান বলেন, শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। আমি কথা দিচ্ছে শেখ হাসিনা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী হলে আজ দেশ থেকে যারা ভিটা জমি বেচে সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব যাচ্ছেন তাদের আর তা করতে হবে না। কেননা বাংলাদেশই হবে সিঙ্গাপুর।
ওই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ বলেন, আজাদ সাহেব ত্রাণ দিতে আসছে বলে অনেকের চোখ টাটাচ্ছে। তারা ফেসবুকে আজে বাজে কথা লিখিছে। তাদের বলি, আজে বাজে কথা না বলে তোমাদের সামর্থ থাকলে তোমরাও মানুষকে সাহায্য দাও, কে মানা করেছে।
এ কে আজাদ বলেন, সম্মান হৃদয়ের গভীরে থাকে। যারা মুনষকে সম্মান দিতে জানেন তারা সম্মান পান।আমি এমপি হবার জন্য আসিনি, রোজা ও ঈদ সামনে রেখে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার এ উদ্যোগ।
পরে কানাইপুর ইউনিয়নের ৭৫০ জন ব্যাক্তি হাতে আট কেজি চাল, এক কেজি ডাল, ৫০০ গ্রাম সেমাই, এক লিটার তেল, এক কেজি চিনি ও ২৫০ গ্রাম গুড়া দুধের একটি প্যাকেট তুলে দেওয়া হয়।
এর আগে বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নে ৭৫০ জন ব্যাক্তির হাতে একই সামগ্রী তুলে দেওয়া হয়। ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ।
মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সির সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এডভোকেট সুবল চন্দ্র সাহা এবং হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ.কে. আজাদ।
এসব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক হোসেন ও মাইনুদ্দীন আহম্মেদ মানু, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ।
ও ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মো. শাহী সুলতান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, ও বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও বিসিসিআই এর পরিচালক মোঃ খায়ের মিয়া ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে