মধুখালি পৌরসভার বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন মোরশেদ রহমান
ফরিদপুরের মধুখালীতে পৌরসভার ৯ নং ওয়ার্ড মেছড়দিয়া গ্রামের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন মধুখালী পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান লিমন।
৫ এপ্রিল বুধবার বেলা ১১টায় খন্দকার মোরশেদ রহমান লিমন তার কমিশনারদের সঙ্গে নিয়ে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কের সংস্কার প্রয়োজনীয় রাস্তা ও কয়েকটি নির্মানাধীন রাস্তা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সদ্য উপ নির্বাচনে অংশগ্রহণকারী কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন অপুর বাড়ীতে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন, ২ নং প্যানের মেয়র মোশারফ হোসেন মুসা,কাউন্সিলর মির্জাআব্বাস,কাউন্সিলর কবির মন্ডল, ইমরান হোসেন অপু,মিতু মোল্লা,কাউয়ুম মাতুব্বর, দুলাল খান,লিটন মাস্টার,সালাম শেখ, আঃ কাদের মোল্লাসহ প্রমুখ।
স্থানীয় ব্যক্তিগণ মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমনের নিকট এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া উপাস্থাপন করেন। মেয়র,তার বক্তব্যে বলেন পর্যায়ক্রমে এই ওয়াার্ডের সকল উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করা হবে এবং মধুখালী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করা হবে। মেয়র আরও বলেন, অতি শীঘ্রই ইমরান হোসেন অপূর বাড়ীর সামনের রাস্তটি কার্পেটিংএর কাজ শুরু হবে।
হৃদয় শীল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে