আলফাডাঙ্গায় সড়কে সরকারি গাছ কাটার অভিযোগ-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়নে বেড়িরহাট সড়কে সামাজিক বনায়নের উদ্যোগে লাগানো মেহগনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
একই উপজেলায় টোনাপাড়া গ্রামে সড়কের পাশে থাকা বন বিভাগের একটি মোটা মেহগনি গাছ গভীর রাতে কাটতে শুরু করেছে স্থানীয় কয়েক যুবক।
সরজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় ৬ যুবক তারা হলো মৃত নিয়ামত খানের ছেলে মনির খান, কামরুল বিশ্বাসের ছেলে হায়দার বিশ্বাস,জাফর বিশ্বাসের ছেলে খাইরুল বিশ্বাস,সালাম বিশ্বাসের ছেলে মনিরুল, মফিজারের ছেলে রহমত উভয় সাং টোনাপাড়া, কাদের শেখের ছেলে রিয়াজ শেখ টোনার চর গ্রামে গত শনিবার রাত বারোটার পরে রাস্তার পাশে একটি মেহেরগুনি গাছ কেটে নসিমন লোড করতে শুরু করে।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ চান মিয়া বল্লভ নিয়ে মশিয়ার মোল্লার বাড়ির উত্তর পাশ থেকে গাছ উদ্ধার করে।তাকে দেখে দ্রুত চলে যায়।তারপর থানা পুলিশ ও ইউএনও স্যারকে ফোন করে অবগত করে। সকালে গাছ নছিমনে করে উপজেলা ইউএনও স্যারের জিম্মায় দিয়েছে।চার,পাঁচ,ছয় নং ওয়ার্ডর মহিলা ইউপি সদস্য সালমা বেগমের স্বামী ভেকু শেখ বলেন, রাতে চান মিয়ার দোকানের সামনে মনির,হৃদয় রিয়াজ গাছ ফেলে চলে গেছে।
মৃত জয়নালের ছেলে তোতা মিয়ার নসিমন গাড়ি নিয়ে রিয়াজ চালক হিসাবে যায়।গ্রাম পুলিশ চান মিয়া বলেন, রাতে গোপন সংবাদ পেয়ে গাছের কাছে গেলে আমাকে দেখে ওরা সকলে পালিয়ে যায়,সকলকে চিনেছি ও স্যার বলেছি,।গাছ সকালে ইউএনও স্যারের বাসার সামনে রেখেছি। এদিকে উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, ইউএনও স্যার আমাকে অবগত করেছে।
আমি খোঁজখবর নিয়ে কয়েকজনের নাম জানতে পেরেছি, মামলার প্রস্তুতি চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হক বলেন, গভীর রাতে গ্রাম পুলিশ মুঠো ফোনে সংবাদ দেয়,গাছ উদ্ধার করতে নির্দেশ দিয়েছি এখন প্রশাসনে অধীনে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.