আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালন-দৈনিক ভোরের বার্তা


ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসা’র হলরুমে সহ-সুপার প্রশাসন হারুন অর রশিদ এর সভাপতিত্বে বাঙ্গালী জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা এবং মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনায় আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
২৬ মার্চ ২০২৩ইং রবিবার সকাল পৌনে ১০টায় আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা’র ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনের হলরুমে সহকারী শিক্ষক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় এই মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ তালুকদার পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় বাঙ্গালী জাতির উৎপত্তি, ইতিহাস, মুক্তিযুদ্ধের ঘটনা এবং আমাদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন; একটি ঘোষণা, নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রাম, একটি স্বাধীন বাংলাদেশ৷ ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী শাসকদের শোষণের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেন৷ ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানীরা বাঙ্গালীদের উপর হামলা শুরু করে৷
২৬শে মার্চ স্বাধীনতার ঘোষনা পাওয়ার পরেই তাদের বিরুদ্ধে আমাদের দেশের সোনার ছেলেরা মুক্তিযুদ্ধ শুরু করে৷ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ৷
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। স্বাধীনতার ঘোষণার দিনটিকে স্মরণে রাখার জন্য সরকার ২৬শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে এবং সেটিকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে আসছে৷ তারই ধারাবাহিকতায় আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে৷
মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি, ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিদেশে চাকুরী করতে হলে আরবি ও ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। বিশ্বে অষ্টম শক্তিশালী ভাষা হলো আরবি। আজ মাদ্রাসার শিক্ষার্থীরাই ইংরেজি ভাষায় বেশি এগিয়ে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায়, আধুনিক ও নৈতিক শিক্ষায় গড়ে উঠবে। এরাই দেশকে উজ্জ্বল করে গড়ে তুলবে এবং এই প্রতিষ্ঠানকে আধুনিক ও বিজ্ঞান শিক্ষায় গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই এলাকাকে সামাজিক আইনশৃঙ্খলায় উন্নত করতে চাই এবং নৈতিক শিক্ষা প্রবন এলাকা হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ্।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র কুরআন তেলাওয়াত, গজল পরিবেশন, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণকারী কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
সকলের উপস্থিতিতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা’র সিনিয়র শিক্ষক (আরবি) ও জহুরা আনসার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা’র শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, সকল শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কানাইপুর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.