IPL এ বদলে যাবে ক্রিকেটের এই তিন নিয়ম
দরজায় কড়া নাড়ছে আইপিএলের আরও একটি জমজমাট আসর। আর মাত্র এক সপ্তাহ পরই বেজে উঠবে আইপিএলে ব্যাট-বলের লড়াইয়ের দামামা। ভারত-অস্ট্রেলিয়া সিরিজও শেষ। ভারতীয় ক্রিকেটাররা মেতে উঠতে যাচ্ছে আইপিএল প্রস্তুতিতে।
মার্চের শেষ দিন, তথা ৩১ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। দীর্ঘ বিরতি দিয়ে এবার থেকেই আবার শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটের প্রতিযোগিতা। তবে শুধু হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে নয়, এবারের আইপিএলে ক্রিকেটের তিনটি নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
এক, এর আগে টসের সময় প্রথম একাদশ জানিয়ে দিতে হত অধিনায়কদের। তবে এবারের আইপিএল থেকে সেটা হবে না। টসের সময় দু’টি আলাদা প্রথম একাদশের তালিকা নিয়ে নামতে পারবেন অধিনায়করা। টসের পরে তিনি নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন। অর্থাৎ, বোলিং বা ব্যাটিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে প্রথম একাদশে পরিবর্তন করতে পারবেন অধিনায়করা।
আইপিএলের এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগে নিয়ম ছিল, টসের আগেই একাদশের তালিকা একে অপরকে দিতে হতো দুই অধিনায়ককে। এবার থেকে টসের পরে সেই তালিকা একে অপরকে দেবেন তারা। এর ফলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বাছাই করতে সুবিধা হবে অধিনায়কদের। প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে। তিনিই হচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার।’
দুই, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হত অধিনায়ককে; কিন্তু এবার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে সুবিধা পাবে ব্যাটিং দল।
তিন, ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূত ভাবে নড়াচড়া করেন তাহলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসাবে ৫ রান দেওয়া হবে। সেই বলটিও ডেড বল হিসাবে ধরা হবে। অর্থাৎ, কোনও বল না খেলেই ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে। কোনও ফিল্ডার সেই কাজ করলেও একই শাস্তি পেতে হবে।
৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আহমেদাবাদে ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবেন হার্দিক পান্ডিয়ারা।
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে