আলফাডাঙ্গায় হত্যা মামলার বাদীর স্ত্রী উপর হামলার অভিযোগ-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হত্যা মামলায় বাদীর স্ত্রী আসমা বেগমের উপর হামলা করেছে আসামি পক্ষের পরিবারের সদস্যরা।
টগরবন্দ ইউনিয়নে রায়ের পানাইল গ্রামে বাদী লিটন খা ‘র স্ত্রী আসমা বেগমের উপর ১৯ মার্চ রবিবার সকালে হামলা চালায় আসামি পক্ষের লোকজন।এলাকা সূত্রে যানা যায়, সকালে ছাগল বাঁধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ড হয়।
পরে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়।একটি হত্যাকে কেন্দ্র করে দীর্ঘ দিন দুই পক্ষের মধ্যে শত্রুতা চলে আসছে। গত ২০২০ সালে৩০ জানুয়ারি সাহেদ হত্যা হয়।ঐ হত্যায় লিটন খা বাদী হয়ে কালু মোল্লা,আলি আবজাল,জসিম,আলম,কলম,মোজাম্মেল সহ ১০ জনকে আসামি করে মামলা করে।
একজন জেল হাজতে আছে।আসমা বেগম বলেন,আমার স্বামী সাহেদ হত্যার বাদী।আমাকে আসামি পক্ষের কালু ছেলে সুমন,সাহাবুলের ছেলে ইমন ও মাসুরা অকথ্য ভাষায় গালাগালি করে, বারন করলে ওরা আমার চুলের মুটিধরে ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপায় ও লাঠি দিয়ে শরীরে সমস্ত জায়গায় মারতে থাকে।বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার হুমকি দেয়,না নিলে আমার স্বামীকে মেরে ফেলবে।
লিটন খা বলেন,আমাকে বিভিন্ন সময় ভয় ভীতি দিয়ে মামলা তুলে নিতে বলে,না নিলে আমারকে সহ পরিবারের সকলকে একবারে শেষ করে দিবে।
আজ তার জেরে আমার স্ত্রী উপর হামলা চালায়।আমরা বাড়িতে ছিলাম না।এদিকে সাহাবুল মোল্লা বলেন, মুঠোফনে(০১৯৮০৫১২১৭৫) বলেন,ওরা আমার বাড়িতে এসে হামলা করেছে।এলাকার লোক প্রমান দেবে।১৫ মাসের মধ্যে আমরা বাড়িতে নাই।
আমারা কি ভাবে হামলা করবো ও হুমকি দেবো।এদিকে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.