পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৃত্যুতে ভাঙ্গা প্রেসক্লাবের শোকবার্তা-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ভাঙ্গা ইউ. আর. সি. ইনস্ট্রাক্টর অনিতা দত্তরের স্বামী বাবু অনাদি মজুমদার ঢাকা থেকে ফেরার পথে আজ ১৯ মার্চ সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপর নামক স্থানে ইমাদ পরিবহন নামক ঘাতক পরিবহনের কবলে পরে দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ভাঙ্গায় কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ভাঙ্গার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।অনাদি মজুমদার বর্তমানে গোপালগন্জের উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে কর্মরত ছিলেন। মৃত্যু কালে তিনি -স্ত্রী, এক পুত্র,এক কণ্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ভাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে এবং ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এ. টি. এম. ফরহাদ নান্নুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ গভীর শোক, দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে (এফ.পি.আই) ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর এনায়েত হোসেন শোকপ্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে