আন্তর্জাতিক নারী দিবসে এডাবের র্যালী-দৈনিক ভোরের বার্তা


“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
বুধবার ৮ মার্চ বেলা ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে “প্রযুক্তি ও উদ্ভাবনীতে সম্ভাবনার বাংলাদেশ গড়ি, নারী – পুরুষের সমতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি”এ শ্লোগানে এডাব মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে র্যালী বের করেন।
দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও নারী উদ্যোক্তা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার, মুন্সীগঞ্জ জেলা এডাবের সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম পিন্টু, সদস্য সচিব মোঃ জসিম মোল্লা।
ও সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা যারিন তাসনিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
মোঃতারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.