ভাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে বিজয়ী নব নির্বাচিত সভাপতির হাতে দায়িত্ব তুলে দেন কমিটির আহবায়ক সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু এবং প্রিজাইডিং অফিসার অধ্যাপক এবিএম মিজানুর রহমান।
এতে সভাপতি দৈনিক যুগান্তরের আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আমাদের সময়ের সাইফুল্লাহ শামীম এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর বাংলাদেশের এম এম আসাদুজ্জামান মুন্সী নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। বাকি পদগুলো আলোচনার ভিত্তিতে প্রদান করা হবে বলে সুত্রে জানা যায়।
দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ৫১ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোট দেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুজন করে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উক্ত নির্বাচনটি পরিচালনা করেন, দৈনিক নয়া দিগন্ত ভাঙ্গা উপজেলা প্রতিনিধি ভাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক এ. টি. এম ফরহাদ নান্নু, বঙ্গ টিভির প্রতিনিধি যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাত হোসেন ও গ্লোবাল টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সদস্য সচিব মো. মামুনুর রশিদ।
এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, ভাঙ্গা সরকারি কে এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ. বি. এম মিজানুর রহমান।
উল্লেখ্য, জানা যায়, এ উপজেলায় ১৯৯৯ খ্রি. থেকে একাধিক সংগঠন থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম ভাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হল।
এদিকে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ায় ভাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক কমিটি এবং নব নির্বাচিত প্রেসক্লাবের সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষে সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের বার্তা ভাঙ্গা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন (এম.এস.এস)।
এছাড়াও ভাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নিজস্ব প্রতিনিধি >
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.