কবিতা-আইলারে নয়া জ্বালা
কবিতা–আইলারে নয়া জ্বালা
ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
[ নয়া দামানের টিকটক ভার্সন ]
আইলারে নয়া জ্বালা, টিকটক তার নাম,
চরিত্রকে ধ্বংস করাই, তার আসল কাম।
ও টিকটক যাও, টিকটক যাও ॥
যাও টিকটক, কাইট্যা পড়ো, শুনবো না এ গান
থাহার কথা কইলে তোমার কাইট্যা দিব কান।
ও টিকটক যাও, টিকটক যাও ॥
আইলারে টিকটকের ভাই, নাম তার রিল
মনে হইচ্ছে এই ব্যাটাটা চরিত্র করবে কিল।
ও টিকটক যাও, টিকটক যাও ॥
আইবোরে টিকটকের ভাইর বউ , মহা সাজন দিয়া
তার সাজনের জোয়ার আইস্যা দেশ যাবে ভাসিয়া।
ও টিকটক যাও, টিকটক যাও ॥
আইবোরে টিকটকের বইন, নাম হবে তার ভালচার,
ঝড়ের বেগে আইয়্যা হে, খাইয়্যা দিবে কালচার।
ও টিকটক যাও, টিকটক যাও ॥
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.