সালথার চান্দাখোলা মিনাজদিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মিনাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২) ফেব্রুয়ারী-২০২৩ইং সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগিতার শুভ-উদ্ভোধন করে স্বনাধন্য চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা- চেয়ারম্যার সোনাপুর ইউনিয়ন পরিষদ, এবং মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাজী।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নিয়ামত হোসেন-উপজেলা শিক্ষা অফিসার সালথা ফরিদপুর,বিশেষ অতিথি-জনাব কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী-সহকারী উপজেলা শিক্ষা অফিসার সালথা ফরিদপুর, জনাব আজাদুর রহমান- পল্লী উন্নয়ন অফিসার সালথা ফরিদপুর।
এবং জনাব রবিউল আলম-প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা ফরিদপুর, জনাব মাইনুল ইসলাম-সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা ফরিদপুর, জনাব মোঃ জাহিদুর রহমান-সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা ফরিদপুর।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এস এম ইব্রাহীম, সিনিয়ার শিক্ষক যোগারদিয়া উচ্চ বিদ্যালয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাররফ মাসুদ-বার্তা সম্পাদক দৈনিক ভোরের বার্তা, আমিন খন্দকার- কৃষকলীগের সাধারণ সম্পাদক,সালথা উপজেলা,সালথা ফরিদপুর। জনাব মো: ছিদ্দিকুর রহমান-প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়, ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ।
এবং ওয়ার্ড সদস্য মো: মজনু সরদার,সাবেক ওয়ার্ড সদস্য মো: হারেজ মোল্লা,মো: রাজিমুল ইসলাম ফার্মাসিট সোনাপুর স্বাস্থ্য কম্পেলেক্স, মোসা:সালমা সুলতানা- F.w.v সোনাপুর স্বাস্থ্য কম্পেলেক্স, ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাছাড়া অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আশে পাশের প্রাথিমক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ। প্রতিযোগিতা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়েীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন বিশেষ অতিথিগন,সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে বহিরাগত শিল্পীগন গান ও নিত্য পরিবেশন করেন।
আরো দেখতে চোখ রাখুন-https://www.youtube.com/@mbarta4327
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে