ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউপি পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা শেষ


ফরিদপুর জেলা প্রতিনিধি: মোট ৭৫ জন চেয়ারম্যান, ৩৬৮ জন মেম্বার ও ১১৫ জন সংরক্ষিত সদস্য মনোনয়ন পত্র জমা উৎসব ও উচ্ছাসের মধ্য দিয়ে শেষ হলো ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ।
গতকাল রবিবার বিকেল ৪ টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
সদরের ১১টি ইউনিয়নে মোট ৭৫ জন চেয়ারম্যান, ৩৬৮ জন সাধারণ ওয়ার্ড সদস্য(মেম্বার) ও ১১৫ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য(নারী) মনোনয়ন পত্র জমা পড়েছে।
আওয়ামী লীগের মনোনিত দলীয় প্রার্থী হিসাবে ১১ জন চেয়ারম্যান প্রার্থীও তাদের মনোনয়ন জমা দেন।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ প্রার্থীদের সাথে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দিয়ে থাকেন।
বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনিত কোন প্রার্থী ইউপি নির্বাচনে অংশগ্রহন করছে না।
তবে স্বতন্ত্র প্রার্থীহিসাবে তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
এছাড়াও আওয়ামীলীগের বিদ্রোহী অনেক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমাদান শেষে প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে অম্বিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ২৯ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৮ জন, কানাইপুর ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ৩১ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১৩ জন, কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান ৯ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ৩৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১৩ জন, ঈশান গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান ১০ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ২৯ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৮ জন, মাচ্চর ইউনিয়নে চেয়ারম্যান ৭ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ৩৯ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০ জন, কৈজুরী ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ৩৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ জন, গেরদা ইউনিয়নে চেয়ারম্যান ৭ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ৩৩ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৮ জন, আলিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ২৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১১ জন, ডিক্রীরচর ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ২৮ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১৪ জন, নর্থচ্যানেল ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ৪০ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে।
ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদশ আওয়ামীলীগের মনোনিত চুড়ান্ত প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
তারা হলেন- ঈশান গোপালপুর ইউনিয়নে মো. সহীদুল ইসলাম, চর মাধবদিয়া ইউনিয়নে মোহাম্মদ তুহিনুর রহমান, নর্থচ্যানেল ইউনিয়নে মোহাম্মদ মোফাজ্জল হোসেন, আলিয়াবাদ ইউনিয়নে মো. ওমর ফারুক, ডিক্রীরচর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন (আবু), মাচ্চর ইউনিয়নে মো. রিজন মোল্যা, অম্বিকাপুর ইউনিয়নে আবু সাইদ চৌধুরী (বারী), কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাদশা মিয়া, কানাইপুর ইউনিয়নে মো: সাইফুল আলম, কৈজুরী ইউনিয়নে ফকির মো. ছিদ্দিকুর রহমান, গেরদা ইউনিয়নে শাহ মো. এমার হক।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: নূরূল আমীন জানান, জেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজ ১৯ ফেব্রয়ারী বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ছিল।
কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই অন্ত্যান্ত শান্তিপূর্ন পরিবেশে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সংরক্ষিত সদস্য পদের তাদের স্বস্ব মনোনয় জমা দিয়েছেন।
ফেব্রয়ারী বাছাই ও ২৭ ফেব্রয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। এরপরে চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আগামী ১৬ মার্চ জেলার ১১টি ইউনিয়নে সকল কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.