সালথায় জাতীয় শহিদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত –দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের সালথায় মহান জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তুরাজ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম।
আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দোকার সাইফুর রহমান শাহিন, সালথা থানা পুলিশের এসআই ফরহাদ হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সচিবসহ স্কুল-কলেজের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায়, আগামী ২১শে ফ্রেব্রুয়ারি মহান জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় জাতীয় কর্মসূচির আলোকে পালন করা হবে বলে সকলেই মতামত দেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে