কানাইপুরের নৌকার মাঝি হলেন ফকির মোঃ বেলায়েত হোসেন


আগামী ১৬ই মার্চ ফরিদপুর সদরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মনোনয়ন বোর্ড।
এদের মধ্যে কানাইপুর ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে বর্তমান চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেনকে মনোনীত করেছেন মনোনয়ন বোর্ডে নেতৃবৃন্দ।
এদিকে এ খবরে রাতেই কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তার সমর্থকেরা।
তাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করেছেন।
যার হাত ধরে নৌকা অনায়সেই বের হয়ে আসবে। কারন, ফকির মো: বেলায়েত হোসেন একজন জনবান্ধব চেয়ারম্যান।
দলীয় মনোনয়ন পেয়ে ফকির মো: বেলায়েত হোসেন জানান, ‘আলহামদুলিল্লাহ্’ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকার মাঝি করেছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামীম হক, সাধারন সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
জনগণের বিপুল ভোটের মাধ্যমে আমি নৌকাকে বিজয়ী করে আনবো, জনগণ আমার ভালোবাসার মূল্যায়ন অবশ্যই করবে।’ ইনশাআল্লাহ্।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.