সালথায় শীত ও শৈত্য প্রবাহে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা


গত কয়েক দিন থেকে দেশের বিভিন্ন স্থানের মত ফরিদপুরের সালথা উপজেলায় শীতের তীব্রতা বেঁড়ে গেছে। কমছে না শীত, হাড় কাঁপানো শীতে ও কনকনে বাতাসে বেড়েছে শীতের প্রকোপের ফলে বাড়ছে ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়েরিয়াসহ শীতজনিত নানা রোগ।
শীতে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে দিন দিন বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি ভুগছে বয়স্ক ও শিশুরা।
বিষেশসুত্রে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়েরিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে এসেছেন।
এ দিকে তীব্র শীতের কারনে কর্মবিমূখ হয়ে পড়েছে অনেকই শ্রমজিবী মানুষ, তারা পারছেনা কাজ করতে পড়ছে খাদ্য সংকটে। শীতের কাছে অসহায় পড়ছে গরীব দুঃখীজন।
সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ইফতেখারুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বাড়তে থাকলে ঠাণ্ডাজনিত সমস্যাও বেশি হয়। এতে নানা বয়সি মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে। এর মধ্যে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, শীতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুর দিকে খেয়াল রাখতে হবে।
বাসায় সবসময় শিশুদের কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে। শিশু কোনো অবস্থায় যেন ভেজা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে, তিনি আরও বলেন অতিরিক্ত গরমে যেন গা না ঘেমে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি শিশুর গা ঘেমে যায় তাহলে সঙ্গে সঙ্গে মুছে দিতে হবে। তা হলে ঠাণ্ডার সমস্যা থেকে শিশুরা কিছুটা হলেও সুরক্ষা পাবে। তীব্র এ শীতের সময় বয়স্কগনদের ঘরে অবস্থান করতে পরামর্শ দেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.




