কলাপাড়ায় দূর্ঘটনায় দুই বছরের এক শিশুর মৃত্যু


পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরের মোয়াজ্জেম পুর গ্রামে খেলতে গিয়ে টমটমের উপর থেকে পড়ে নাদিম (২)নামে একটি শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে এমন ঘটনা ঘটে।
নিহত নাদিম মহিপুরের মোয়াজ্জেম পুর গ্রামের বাসিন্দা জামাল মুসুল্লি’র পুত্র ও একই গ্রামের বাসিন্দা নাসির মুসুল্লি’র নাতি।
পরিবার সূত্রে জানাযায়,নাদিম তার পরিবারের অন্য বাচ্চাদের সাথে নিজ বাড়ির সামনে থামানো একটি টমটমের উপর বসে খেলতে ছিল। এমন সময় আচমকা পড়ে গিয়ে নাকের উপর প্রচন্ড জখম হয়। এ অবস্থায় স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম বলেন, কলাপাড়া হাসপাতালে পুলিশ পাঠিয়েছি ঘটনার বিষয়ে খোঁজ নেয়াহচ্ছে।
নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.