কবিতা-দেখেছি আমি-ইসমাইল হোসেন ফরিদ
কবিতা–দেখেছি আমি–ইসমাইল হোসেন ফরিদ
ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
আমি দাম্ভিকের দম্ভ দেখেছি
দেখেছি লম্ফঝম্প,
ধরায় তারা ঘটিয়ে ছেড়েছে
কৃত্রিম ভূমিকম্প।
প্রতারণার ফাঁদ দেখেছি
দেখেছি অসম্মান,
ম্লান করতে দেখেছি আমি
অন্যের অবদান।
নিজের স্বার্থ হাসিল করতে
দেখেছি বাঁধতে জোট,
পুত্রের দ্বারা পিতার অপমানে
পেয়েছে পিতা চোট।
নিজের অযোগ্যতা ঢাকতে কেউ
অন্যদের দেখিয়েছে ভয়,
সবার নিকট ভালো যা
তার কাছে তা নয়।
মাথা নীচে দেখেছি আমি
উপরে দেখেছি পা,
মাকে বলেছে, “কী জানো তুমি?
সব জানে এই ছা।”
দেখেছি মুহূর্তেই রূপ পাল্টাতে,
দেখেছি করতে ছল,
নিজের স্বার্থে ডিগবাজী খেয়ে
পাল্টাতে দেখেছি দল।
তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার
দেখেছি আমি খেলা,
ভেজাল তেলে তৈলাক্ত করে
উপরে উঠছে চেলা।
সবার সমর্থন পেয়ে কেউ কেউ
হতে চেয়েছে মাথা,
জনপ্রিয়তা হারানোর ভয়ে
বলেনি সত্য কথা।
উপরের লোকের ভয় দেখিয়ে
স্বার্থ করতে হাসিল,
কল্যাণকর নিয়মগুলোকে কেউ
মুহুর্তেই করেছে বাতিল।
কাঁচের জানালাকে দুর্বল পেয়ে
মেরেছে তাতে ঢিল,
ভেঙ্গে গিয়েছে স্বচ্ছ কাঁচ
হেসেছে খিলখিল।
ঘুষ খেয়ে মেরেছে ঘুষি
ঘুষদাতাকে করতে খুশি,
অন্যকে দমাতে প্রয়োজন হলে
ব্যবহার করেছে পেশী।
বাস্তহারার কান্না দেখেছি
দেখেছি দখলবাজের উল্লাস,
মীর জাফরের ষড়যন্ত্র দেখেছি
দেখেছি লর্ড ক্লাইভের ফোসফাস।
মিথ্যার দাপট দেখে দেখে
হয়েছি হতাশ,
কিছুদিন পরে দেখেছি আমি
ঘুরে গেছে বাতাস।
অবশেষে দেখেছি আমি
সত্যের হয়েছে জয়,
দেখতে এটি কিছুদিন আমার
লেগেছে সময়।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে