ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে ছায়ানীড়ের ফুলেল শুভেচ্ছা-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবার।
১৩ ডিসেম্বর রোজ: সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ ইনামুল হাসান মাসুম ও সাধারন সম্পাদক সা’দ বিন সাঈদ। এ সময় জেলা প্রশাসক সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য দিকনির্দেশনা মূলক কথা বলেন।
প্রসঙ্গত, ‘ছায়ানীড়’ ফরিদপুরের অন্যতম ও ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠন সমাজের অসহায়, হতদরিদ্রদের ও সুবিধাবঞ্চিতদের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত সময়ে দেশের বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। শীতার্ত মানুষের পাশে থেকে প্রতিবছরই কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে আসছে। গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বিভিন্নভাবে সহায়তা করে আসছে।
সম্প্রতি সিলেট ও কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় বন্যাকবলিতদের মাঝে শুকনা খাবারসহ চাল, ডাল ও তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ছুটে গেছে সংগঠনটির সদস্যরা। এছাড়া নারী নির্যাতন বিরোধী, মাদক বিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার প্রচারণা, বৃক্ষরোপন, মৎস্য অবমুক্ত করুন, স্বেচ্ছায় রক্তদানসহ ব্যতিক্রমধর্মী বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।
নবাগত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইনামুল হাসান মাসুম, সাধারন সম্পাদক সা’দ বিন সাঈদ, প্রতিষ্ঠাতা সাধারণ সদস্য শ্রাবণ হাসান, এস এম সালমান, বুলবুল আহমেদ, ইকবাল মাহমুদ ইমন প্রমুখ।
মোঃ ইনামুল হাসান মাসুম:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে