সালথায় প্রতিবন্ধী তরুণীতে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা
ফরিদপুরের সালথা উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৮ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
এই জঘন্য ঘটনায় সালথা থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভুগির পরিবার। এই ঘটনায় অভিযুক্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি গ্রামের মৃত মোকসেদ মোল্যার ছেলে মোঃ তাহাজ্জত মোল্যা পলাতক রয়েছে।
ভুক্তভুগি ঐ তরুণী ও তার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি এলাকার মৃত মোকসেদ মোল্যার ছেলে মোঃ তাহাজ্জত মোল্যা (৪০) ঐ তরুণীকে বেশ কিছু দিন যাবত বিভিন্ন ভাবে বিরক্ত করে আসছিলো।
রবিবার রাত ৮টার দিকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ঐ নারী তার ছেলের জন্য দোকান থেকে খাবার কিনে ফেরার সময় তাহাজ্জত তাকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়।
এই সময় ঐ প্রতিবন্ধী তরুণী চিৎকার দিলে তাকে গলা টিপে ধরে খরের গাদার সাথে চেপে ধরার পর গাছের সাথে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর অভিযুক্ত তাহাজ্জত পালিয়ে যায়। এসময় ঐ তরুণীকে পরিবারের সদস্য ও স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঐ রাতেই থানায় নিয়ে আসে। এই বিষয়ে জানতে অভিযুক্ত তাহাজ্জতের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদি বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.