সালথায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের সালথায় আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি প্রমুখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাউদ্দিন আইয়ুবী, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ৫জন জয়িতা নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী উপস্থিত নারিদের উদ্দেশ্যে বলেন, বেগম রোকেয়া ছিলেন বাংলাদেশের একজন মহীয়সী নারী। আপনাদেরকেও চেষ্টা করতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে ভুমিকা রাখতে। আওয়ামীলীগ সরকারের সময় নারীরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে।
সেটাকে কাজে লাগিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলার নারীরা কোন কিছুতেই আর পিছিয়ে থাকবে না বলে আমি আশা করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন নারী মাননীয় সংসদ স্পিকার তিনি একজন নারী। আপনাদের সংসদ উপনেতা সাজেদা চৌধুরী একজন নারী। শেখ হাসিনার আমলে নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে থাকবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে