নড়াইলে অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ আটক-২


নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দেশীয় ওয়ান সুটার গান ও তিন রাউন্ড গুলি সহ দুই অস্ত্র ব্যবসায়ি আটক।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানাধীন খড়রিয়া এলাকায় জুবায়ের বিশ্বাসের এমবিসি ইট ভাটা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে ডিবি টিম অবস্থান করে। ডিবি টিমের উপস্থিতি টের পেয়ে হৃদয় হোসেন ও হৃদয় শেখ দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ তাদের দুইজনকে আটক করে। উপস্থিত জনতার সামনে তল্লাশিকালে হৃদয় শেখের হাতে থাকা বাজারের প্লাস্টিক ব্যাগের মধ্য থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান( দৈর্ঘ্য ২২.৫ ইঞ্চি) এবং ৩ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করে ডিবি পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি ওসি মোঃসাজেদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা জেলার ফুলতলা থানাধীন পয়গ্রামের জব্বার শেখের ছেলে ও এমবিসি ব্রিকসের লেবার সরদার ইকরাম শেখের ভাগ্নে মো. হৃদয় শেখ (২৩)। এবং সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সিংহলাল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও ওই লেবার সরদারের নাতি হৃদয় হোসেন(২০)।
ডিবি ওসি সাজেদুল ইসলাম আরো বলেন, হৃদয় হোসেন ঐ ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের দুজনের বিরুদ্ধে কালিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
তিনি আরো বলেন, একই দিনে বিশেষ অভিযানে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের মোঃ আকবর শেখের ছেলে মাদক কারবারি মোঃ সাদ্দাম শেখ(৩৪) কে গ্রেফতার করে জেলা ডিবি।
ওই দিন সন্ধ্যায় নড়াইল সদর থানাধীন নাকশী মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, ডিআইও- মীর শরিফুল হক, পুলিশ পরিদর্শক (ক্রাইম) মো. নাজমুল হুদা, ট্রাফিক ইনস্পেকটর (টি আই-১) মো. হাসানুজ্জামান, উপ পরিদর্শক – সাইফুল ইসলাম, জয়দেব কুমার বসু, মঞ্জুর মোর্শেদ, অপু মিত্র সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
জেলা পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, জেলা পুলিশের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিরলস প্রচেষ্টার ফল হিসাবে নড়াইল জেলাকে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে সফলতা পাচ্ছি ।
নড়াইল জেলা ট্রানজিটের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি রুট। জেলার সার্বিক আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন টিম মাঠে সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে চলছে৷ যে কোন ধরনের আইন পরিপন্থী বিশৃঙ্খলা রুখতে নড়াইল জেলা পুলিশের সকল সদস্য আন্তরিক ভাবে সচেষ্ট আছেন।
মোঃ বাবর আলী –নড়াইল।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.