মধুখালীতে বসতবাড়ী উচ্ছেদ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন-দৈনিক ভোরের বার্তা


ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে সরকারি খাস জমিতে বসবাসরত দরিদ্র সালেহা বেগমকে বাড়ী উচ্ছেদ ও লুটপাটের প্রতিবাদে ১০ নভেম্বর বেলা ১২টায় এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের বাগাট-নওপাড়া সড়কের পাকোর গাছ এলাকায় মুন্সীপাড়ায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তবোগি সালেহা বেগম।
ও মোঃ ফরিদুল ইসলাম মোল্যা, মোঃ তাজুল ইসলাম,মোঃ খোকন শেখ,সালেহা বেগমের ৭ম শ্রেণী পড়–য়া কন্যা শান্তা,মোঃ সালাউদ্দিন ও মোঃ সোহরাব হোসেনসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূর্চতে এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত থেকে অভিযুক্ত নওশের চৌধুরী,অলেমান চৌধুরী, কালাম ডাকাত গংদের বিচারের আওতায় আনার দাবী জানান।
ক্ষতিগ্রস্ত সালেহা বেগম (৪৫) ও তার স্বজনেরা ভোররাতে সংঘটিত লুটপাট এবং নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অশ্রæসিক্ত হয়ে পড়েন। পরে মানববন্ধন কর্মসূচি থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.