সালথার সোনাপুর যোগারদিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে লাবু চৌধুরীর নির্বাচনী জনসভা
নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত জেনেও অনেকে ষড়যন্ত্র করার চেষ্টা করবে বলে হুশিয়ারী জানিয়েছেন ফরিদপুর ২ আসনের উপ–নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
এজন্য তিনি সকল নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৫ই নভেম্বর সকলে সু-শৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। অতি উৎসাহী হয়ে ঝামেলা সৃষ্টি করবেন না। নৌকার জয় সুনিশ্চিত।
অনুষ্ঠানটি মোঃ ফরহাদ মোল্লার সঞ্চালায় গতকাল সোমবার বিকালে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর ২ আসনের উপ নির্বাচনের নৌকার প্রার্থীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় লাবু চৌধুরী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল দ্বিধা-দ্বন্ধ ত্যাগ করে ২০২৩ সালের নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, আমি আমার মায়ের মতো আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের পাশে থাকবো। এলাকার উন্নয়নে, আপনাদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, এই উপনির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের মধ্যে এই এলাকার আওয়ামী লীগকে এমনভাবে শক্তিশালী করবো যেন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকে। আপনারা যদি আমাকে নির্বাচিত করে যদি জাতীয় সংসদে পাঠান, আমার মা যেভাবে সারাদেশে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছন, ঠিক সেভাবে আমি জাতীয় সংসদ কাঁপাবো, রাজপথ কাঁপাবো, সারা বাংলাদেম কাঁপিয়ে দেবো।
এ সময় সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাকিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শামীম হক। এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান চয়ন, সালথা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আমিন খন্দকার, আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন, সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজ মোল্লা।
জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের সময় অনেকে প্রার্থী হতে চাইবে, কমিটি গঠনের সময় অনেকে পদ পদবী চাইবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। ইতোমধ্যে মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন ঐক্যবদ্ধতার প্রমাণ।
এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা, আওয়ামীলীগ নেতা এ্যাড. জামাল হোসন, সাইফুল ইসলাম জুয়েল চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সোনাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহাজাহান হোসেন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে