সালথার সোনাপুরে লাবু চৌধুরীর নির্বাচনী জনসভা-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুর-২, আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথার সোনাপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকালে সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।
আওয়ামী লীগ নেতা মোঃ কাওছার মাতুব্বরের সভাপতিত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া।
এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, এ্যাড. হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার সঞ্চালনায় এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, আবুল হাসান মেম্বারসহ সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে